পুলিশি সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
দীর্ঘ কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় সচিবালয় ছেড়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে নিজ দফতরে অবরুদ্ধ থাকা অর্থ উপদেষ্টা রাত আনুমানিক ৮টার দিকে সচিবালয় ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত কর্মচারীদের বুধবার নিজের দফতরে ডেকে বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন অর্থ উপদেষ্টা। তবে আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আজকের মধ্যেই দাবি পূরণের অনড় অবস্থান নেন এবং কর্মসূচি চালিয়ে যান। পরে পুলিশের সহায়তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ছাড়েন। এ সময় আন্দোলনকারীরা কোনো বাধা দেননি।
বেলা আড়াইটার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ভাতাসহ বিভিন্ন দাবিতে অর্থ উপদেষ্টাকে তার দফতরে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সচিবালয়জুড়ে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
এর আগে দুপুরের পর বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এ কর্মসূচি চলছিল।
বাদিউল কবির বলেন, সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার দাবি জানিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে গেজেট জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না। রেশন সুবিধা, মহার্ঘ্য ভাতা ও পে-কমিশন কার্যকর না হওয়াসহ এসব বিষয়কে কেন্দ্র করেই আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়।

Please share your comment: