লুকানো টাকা ব্যাংকে আসায় বাড়ছে কোটিপতির সংখ্যা : অর্থ উপদেষ্টা

National Desk Published: 09 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

বাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা পড়ছে—আর এর ফলেই বেড়েছে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেকেই ঘরে রাখা অর্থ এখন ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসছেন। এর প্রভাবই দেখা যাচ্ছে কোটিপতি হিসাব বৃদ্ধিতে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজারের বেশি। তিন মাস আগে এই সংখ্যা ছিল এক লাখ ২৭ হাজারের কিছু বেশি। অর্থাৎ স্বল্প সময়েই শতাধিক নতুন উচ্চমূল্যের হিসাব যুক্ত হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির সঞ্চয় কমছে। সংসারের ব্যয় মেটাতে তারা আগের জমানো অর্থ ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ছোট অঙ্কের আমানতে ভাটা পড়ছে।

অন্যদিকে বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসায়ীদের আয় তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বরং বড় অঙ্কের নতুন হিসাব খোলার প্রবণতা বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, কোটি টাকার হিসাব মানেই একজন ব্যক্তিকেই কোটিপতি ধরে নেওয়া ঠিক নয়—কারণ এসব হিসাবের মধ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার একাধিক হিসাবও অন্তর্ভুক্ত।

Please share your comment:

Related