টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার (সাবেক ডেপুটি ম্যানেজার) এম এম আসাদুল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদন শুনে তার বিদেশযাত্রা বন্ধের নির্দেশ দেন।
আবেদনে দুদক জানায়, এম এম আসাদুল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধান ও যাচাই প্রক্রিয়া বর্তমানে চলমান।
দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এরই মধ্যে অননুমোদিতভাবে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আসাদুল্লাহ দেশত্যাগ করে বিদেশে পলাতক হওয়ার চেষ্টা করতে পারেন। এতে চলমান তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় আদালতের কাছে তার বিদেশযাত্রা নিষিদ্ধ করার আবেদন করা হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Please share your comment: