শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচনের আগে সব ধরনের খুন ও অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।
তিনি আরও জানান, রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে প্রায় সব রাজনৈতিক দলই মাঠে রয়েছে। তবে যারা ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের দলীয় কার্যালয় নিয়ে স্বাভাবিকভাবেই সমস্যার সৃষ্টি হয়।

Please share your comment: