নির্বাচন দিতে কত সময়, সে ম্যান্ডেট আমাদের কেউ দেয়নি: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দিতে নির্দিষ্ট কোনো সময়সীমার ম্যান্ডেট পায়নি।
সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রমসচিব মো. সানোয়ার জাহান ভুঁইয়া।
শ্রম উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার সময় কাউকে বলা হয়নি এক, দেড় বা দুই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজনের কথা বলেছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নির্বাচনী তৎপরতা বাড়ে, সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সরকার বিশ্বাস করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক চর্চার ঘাটতি ছিল, তা পুনঃপ্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত ও মন্তব্য করার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের ভবিষ্যৎ ও করণীয় নিয়ে এখনো স্পষ্ট নয়। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে তখনই প্রকৃত রাজনৈতিক সংকট বলা যাবে।

Please share your comment: