আসছে মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

National Desk Published: 08 ডিসেম্বর 2025 22:12 পিএম

ফাইল ছবি

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহটি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। মাসের মাঝামাঝি সময়ে পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগ থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

Please share your comment:

Related