ইসির নিবন্ধন পেয়েছে ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

News Desk Published: 08 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই ধাপে মোট ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।

ইসি সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তালিকাভুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো আপত্তি, অভিযোগ বা দাবি থাকলে তা লিখিতভাবে ২০ অক্টোবরের মধ্যে ইসি সচিবের কাছে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রাপ্ত আপত্তি ও দাবি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন। এসব সংস্থার নিবন্ধনের মেয়াদ ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষ করে আরও ১৫টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয় ইসি। এই সংস্থাগুলোর নিবন্ধন কার্যকর থাকবে ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

Please share your comment:

Related