পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

National Desk Published: 04 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের নতুন পুলিশ কমিশন গঠনের বিধান রেখে পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। সদস্য হিসেবে থাকবেন— গ্রেড–১ পর্যায়ের (জেলা ম্যাজিস্ট্রেট অভিজ্ঞতা সম্পন্ন) কোনো কর্মকর্তা, গ্রেড–১ পর্যায়ের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এবং কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (কর্মরত বা অবসরপ্রাপ্ত)।

তিনি জানান, কমিশনের লক্ষ্য পুলিশকে জনবান্ধব ও প্রভাবমুক্ত করা। পুলিশ কোথায় আধুনিকায়ন প্রয়োজন, কী ধরনের প্রশিক্ষণ দরকার—এসব বিষয়ে কমিশন সরকারকে সুপারিশ করবে। পাশাপাশি পুলিশ যেন মানবাধিকার–সংবেদনশীল হয়ে কাজ করে, সে দিকটিও তদারকি করবে।

কমিশনের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করেন তিনি—

এক. নাগরিকদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি
দুই. পেশাগত কারণে পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি

রিজওয়ানা হাসান বলেন, কমিশন পুলিশের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে। তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, কল্যাণ এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারকে সংশ্লিষ্ট আইন সংস্কারের সুপারিশ দেবে।

Please share your comment:

Related