আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

National Desk Published: 04 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের তালিকায় নাম ওঠায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবের কাছে এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি বাহারুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। নির্দেশনা অমান্য হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বর্তমান আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে। স্পর্শকাতর এ প্রতিবেদনে আইজিপির নাম যুক্ত হওয়ার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা–সমালোচনা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন এবং বিরোধী পক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সক্রিয় ছিলেন—এমন অভিযোগও রয়েছে।

ফলে আইজিপির ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশাসনের ভেতরে জল্পনা–কল্পনাও বেড়ে গেছে।

Please share your comment:

Related