খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

National Desk Published: 03 ডিসেম্বর 2025 19:12 পিএম

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ–খবর নেন।

১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আজ সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন এবং চিকিৎসায় যুক্ত হয়েছেন।

এর আগের রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন এবং কাঁটাতারের ব্যারিকেড দিয়ে প্রধান ফটক ঘিরে ফেলা হয়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা–নিরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসকেরা এখনো তাঁর অবস্থাকে গুরুতর বলে অভিহিত করছেন। বিশেষ করে পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে—কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সামগ্রিক উন্নতির সম্ভাবনা সীমিত।

এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতা–কর্মীদের ভিড় বাড়ছে। এতে যান চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা–কর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

Please share your comment:

Related