রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

National Desk Published: 01 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের করা দুদকের মামলায় শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

পাঁচ বছর সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, আনিছুর রহমান মিঞা, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
তাদের মধ্যে কেবল খুরশীদ আলম কারাগারে আটক; বাকি সবাই পলাতক।

এর আগে ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও দণ্ডিত হন। আজকের মামলায় নতুন করে সাজার মুখোমুখি হলেন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক।

দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ৬টি প্লট পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন—যা তারা পাওয়ার যোগ্য ছিলেন না। অভিযোগে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এমপি থাকা অবস্থায় পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দে ‘চাপ প্রয়োগ’ করেছিলেন।

মামলায় মোট ৬টি চার্জশিটের মধ্যে এটি চতুর্থটির রায়। বিচারকাজে ৩২ জন সাক্ষী জবানবন্দি দেন।

Please share your comment:

Related