আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

National Desk Published: 01 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, আচরণবিধি ভাঙলে কোনো ধরনের শোকজ নয়—সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।

সোমবার বন্দর উপজেলার সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনে কোনো গাফিলতি হবে না। যেখানে জরিমানা দরকার, সেখানে জরিমানা হবে—যেখানে জেল দরকার, ম্যাজিস্ট্রেটরা তা-ই করবে। তফসিল ঘোষণার পর কোনো পোস্টার থাকবে না। আমরা কঠোর অবস্থান নেব, যাতে সব প্রার্থী সমান প্রতিযোগিতার সুযোগ পান।”

তিনি আরও জানান, নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমিশন একটি বিশেষ মনিটরিং সেল গঠন করবে। এই সেল মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

Please share your comment:

Related