নির্বাচনে এক ভোটকক্ষে দুটি গোপন বুথ থাকবে : ইসি সচিব

National Desk Published: 30 নভেম্বর 2025 18:11 পিএম

ছবি : সংগৃহীত

ত্ৰয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি, নিয়োগ পরিকল্পনা এবং সমন্বয় নিয়ে ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আরেক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের পরিকল্পনায় একটি ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার অনুষ্ঠিত এই বৈঠক শেষে তিনি বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে ইসি।

তিনি জানান, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে তারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করেন।

ইসি সচিব আরও বলেন, এখন পর্যন্ত প্রায় এক লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। মক ভোটিংয়ের অভিজ্ঞতা থেকে কমিশনের ধারণা—ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই; শুধু গোপন বুথ বাড়ালেই যথেষ্ট হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আখতার আহমেদ বলেন, সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও তা নিয়ন্ত্রণযোগ্য।

Please share your comment:

Related