ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন—সেটি সম্পর্কে সরকার নিশ্চিত নয়। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তার চলাচলে বাধা দেবে—এমনটি স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী ভারতকে সেটির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিষয়ে তিনি বলেন, তিনি ভারতে আছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত আনার বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি।
শেখ হাসিনা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, তাকে ভারত না ফেরালেও ঢাকা-দিল্লি সম্পর্ক বন্ধ হয়ে যাবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফেরত পাবার আশা করছে বাংলাদেশ।

Please share your comment: