প্রত্যর্পণের শুরু হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়েই: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছে পাঠানো অনুরোধ বর্তমানে পর্যালোচনায় আছে। তবে প্রত্যর্পণের প্রক্রিয়াটি শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন—জুলাইয়ের ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা, কামাল ও আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতেই হবে। ইতোমধ্যে ভারত হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পরীক্ষা করছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘দিন যত যাচ্ছে, হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে, এবং গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশি করে আলোচিত হচ্ছে। তার বিরুদ্ধে “ঢাকার কসাই” হিসেবে বর্ণিত অভিযোগও আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ছে।’
শফিকুল আলম বলেন, কামালসহ আওয়ামী লীগের অন্যান্য ব্যক্তিরা যত অর্থই ব্যয় করুন না কেন, দায় এড়ানো সহজ হবে না। জাতি যদি জুলাইয়ের গণহত্যাসহ সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের ব্যাপারে অটল থাকে, তাহলে অপরাধীরা ক্রমেই আইনের আওতায় আসতে বাধ্য হবে।
তিনি বলেন, ‘এ প্রক্রিয়ার শুরুটা হবে কামালকে দিয়ে—এরপর একে একে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।’

Please share your comment: