এবার বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি!
রাজধানীতে বসবাসকারী প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসার ওপর নির্ভরশীল। ফলে বাড়িভাড়া বৃদ্ধি, সুবিধা–অসুবিধা ও আচরণগত নানা বিষয়ে বাড়িওয়ালা–ভাড়াটিয়া দ্বন্দ্ব প্রায়ই দেখা দেয়। ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ থাকলেও এর কার্যকর প্রয়োগ চোখে পড়ে না—এমন অভিযোগ বহুদিনের।
এই বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে বাড়িওয়ালা–ভাড়াটিয়াদের অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় ভাড়া নিয়ন্ত্রণে বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে—যেমন সুবিধাভিত্তিক ভাড়া নির্ধারণ, ট্যাক্স ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়, মেস ভাড়ার জন্য বাড়ির একটি অংশ বরাদ্দ রাখা ইত্যাদি।
ডিএনসিসির প্রশাসক এজাজ আহমেদ জানান, ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে এবং ভাড়া বৃদ্ধির নীতিমালা প্রণয়ন জরুরি। তিনি আরও বলেন, কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কত হতে পারে—এ নিয়ে নির্দেশিকা তৈরি করে দেওয়া হবে।
সভায় উপস্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে আগামী ডিসেম্বরের মাঝামাঝি নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন প্রশাসক।

Please share your comment: