ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনির স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে—প্রশাসক এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে।
চিঠিতে জানানো হয়, অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের মহাপরিচালক (তদন্ত-১) বরাবর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।
দুদক সূত্র বলছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথি সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে পরবর্তী ধাপের সিদ্ধান্ত নেওয়া হবে।

Please share your comment: