হাসিনা–কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি প্রক্রিয়াধীন
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, গত বছরের ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থান চলাকালে নির্বিচারে হত্যা ও দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুসরণ করেই এ প্রক্রিয়া এগোচ্ছে।
সূত্র জানায়, আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই শেষে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হবে। দুজনই পলাতক থাকায় তাদের অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please share your comment: