একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি

National Desk Published: 26 নভেম্বর 2025 18:11 পিএম

সারা দেশে একই দিনে মোট ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তারা দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে ছুটি বা প্রশিক্ষণ শেষে দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Please share your comment:

Related