কড়াইল বস্তিতে কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই সরকারের: ফয়েজ আহমদ তৈয়্যব

National Desk Published: 26 নভেম্বর 2025 17:11 পিএম

ছবি : সংগৃহীত

কড়াইল বস্তির জায়গায় হাইটেক পার্কসহ কোনো ধরনের স্থাপনা নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণসংক্রান্ত একটি ‘অনভিপ্রেত প্রস্তাব’ তাদের নজরে এসেছে। হাজারো ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তবতা উপেক্ষা করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করতে সফটওয়্যার খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ করেন, এসব প্রস্তাবনা সরকার কখনোই আমলে নেয়নি।

ফয়েজ তৈয়্যব জানান, কড়াইল এলাকার প্রায় ৪৩ একর জমি হাইটেক পার্ক কর্তৃপক্ষের হলেও আদালতে মামলা চলমান থাকায় তারা কখনোই জায়গাটি বুঝে পাননি, এমনকি দখলে যাওয়ার চেষ্টাও করেননি। তিনি বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারে সফটওয়্যার পার্কের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মেরামতের জন্য কোম্পানিগুলোকে সরাতে হয়েছে—যার ফলে বিকল্প স্থানের প্রয়োজনীয়তা দেখা দেয়।

তার মতে, গত বছর বনানী কর্নারের একটি অংশে নতুন সফটওয়্যার পার্ক নির্মাণের প্রস্তাব এলে মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনার পর আইসিটি বিভাগ সেই পরিকল্পনা থেকেও সরে আসে। বরং আগারগাঁও, পূর্বাচলসহ বিকল্প এলাকায় জমি বরাদ্দের জন্য গণপূর্ত ও রাজউককে চিঠি পাঠানো হয়েছে।

ফয়েজ তৈয়্যব জানান, আগারগাঁওয়ের একটি প্লটে সফটওয়্যার পার্ক, হাইটেক পার্কের হেড অফিসসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্প প্রক্রিয়া চলছে। তিনি কঠোর ভাষায় বলেন, সরকারের পরিকল্পনার সঙ্গে অসংশ্লিষ্ট বক্তব্য দিয়ে বিভ্রান্তি না ছড়াতে উদ্যোক্তাদের সচেতন থাকতে হবে—বিশেষত যখন হাজারো মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় অবস্থায় রয়েছে।

Please share your comment:

Related