৩৯ টাকায় ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ধান ৩৯ টাকায়, সিদ্ধ চাল ৫০ টাকায় এবং আতপ চাল ৪৯ টাকায় ক্রয় করা হবে।
তিনি বলেন, এবার ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে পূর্বের মতো আনুপাতিক ব্যবধান রাখা হবে না, যা কৃষকদের উৎসাহিত করছে। ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহের ডেডলাইন ফেব্রুয়ারিতে হলেও জাতীয় নির্বাচনের কারণে এর আগেই প্রায় সব ধান ও চাল সংগ্রহ করা হবে।
সরকারের লক্ষ্য নির্ধারণ অনুযায়ী, ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। মজুমদার আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকায় চাল দেওয়া হবে। এর আগে কর্মসূচি ৫ মাস চলত, এখন তা ৬ মাসের জন্য সম্প্রসারিত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের সময় খাদ্য মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Please share your comment: