অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সন্ত্রাসবাদকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে তিনি এ কথা বলেন।
এর আগে, বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।
অন্তর্বর্তী সরকার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এটিই দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

Please share your comment: