দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি

National Desk Published: 18 নভেম্বর 2025 16:11 পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ। নতুন তালিকায় নারী ভোটার বৃদ্ধির হার তুলনামূলক বেশি, যা অতীতের অনাগ্রহ কাটিয়ে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ার ইঙ্গিত দেয়।

এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

Please share your comment:

Related