হাসিনার অনুসারীদের জামিন নিয়ে কড়া বার্তা আইন উপদেষ্টার: ‘খুনের আশঙ্কা থাকলে জামিন নয়’

National Desk Published: 18 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

ভারতে পলাতক শেখ হাসিনা একের পর এক জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন—এমন বাস্তবতায় তাঁর অনুসারীদের জামিন দেওয়া কোনোভাবেই জামিননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, যেসব ব্যক্তি জামিন পেয়ে আবারও সহিংসতায় জড়াতে পারেন বা হত্যার আশঙ্কা তৈরি করেন, তাদের ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

আইন উপদেষ্টা জানান, হাইকোর্টের কয়েকটি বেঞ্চ থেকে অস্বাভাবিক হারে জামিন দেওয়ার বিষয়টি নিয়ে তিনি আগেও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। চার ঘণ্টায় আটশ’ জামিন দেওয়ার মতো ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

ড. আসিফ নজরুল বলেন, “যে ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে কাউকে খুন করতে পারে—এমন আশঙ্কা যুক্তিসংগত হলে, সেই জামিনের দায়ভারও বিচার ব্যবস্থার ওপর বর্তায় কি না, তা বিবেচনায় নেওয়া জরুরি।”

তিনি আরও জানান, নতুন প্রধান বিচারপতির সঙ্গে প্রথম বৈঠকেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরা হবে। আইনের শাসন নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রেখেই জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

Please share your comment:

Related