হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন কবির নামের এক ব্যক্তি। তিনি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ রিমান্ড আবেদনে বলেন, অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি কবিরের নামে এবং সেটি সরবরাহের মাধ্যমে তিনি হামলায় সহায়তা করেছেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন আবেদনটির পক্ষে বক্তব্য রাখেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালতে দেওয়া বক্তব্যে কবির দাবি করেন, তিনি পেশায় উবার চালক ছিলেন এবং মাঝেমধ্যে ফয়সাল করিম মাসুদ তাকে বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য ডাকতেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় তিন সপ্তাহ আগে তিনি ফয়সালকে হাদির কার্যালয়ে পৌঁছে দিয়েছিলেন।
মোটরসাইকেলের মালিকানা প্রসঙ্গে কবির বলেন, বাইকটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছিলেন। তবে কেনার সময় নিজের পরিচয়পত্র ব্যবহার করতে না পারায় শুভ তার আইডি কার্ড ব্যবহার করেন। যদিও মোটরসাইকেলের অন্যান্য কাগজপত্র শুভর নামেই রয়েছে বলে তিনি দাবি করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে র্যাব কবিরকে আটক করে।

Please share your comment: