আমির খানের বড় ঘোষণা: ফিরছেন পূর্ণসময়ের অভিনয়ে
ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ‘ফায়ারসাইড চ্যাট’-এ নিজের ক্যারিয়ার আর সৃজনশীল যাত্রা নিয়ে কথা বলেন বলিউড তারকা আমির খান। শৈশবের গল্পশোনা, দাদির স্মৃতি ও রেডিওর ‘হাওয়া মহল’—এসবই তাঁর গল্পপ্রেম গড়ে তুলেছে বলে জানান তিনি।
নিজের কাজের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ট্রেন্ড নয়, অন্তর্দৃষ্টিই তাঁর পথদর্শক; কখনো পুনরাবৃত্তি করতে চান না, বরং নতুন গল্প তাঁকে আন্দোলিত করে। ‘লগান’-এর মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোও দর্শকই গ্রহণ করেছে—এমনই মন্তব্য তার।
ক্যারিয়ারের সামাজিক বার্তাবাহী ছবিগুলো নিয়ে আমির বলেন, তিনি কখনো উদ্দেশ্য করে সামাজিক ইস্যু বেছে নেননি; গল্পই তাঁর কাছে মুখ্য, সামাজিক বার্তা থাকলে তা অতিরিক্ত প্রাপ্তি। ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘দঙ্গল’—সব ছবিতেই লেখকদের অবদান তুলে ধরেন তিনি। নিজের সৃজনশীল প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে জানান, অভিনয়ে বৈচিত্র্য খুঁজে ফেরাই তাঁকে বারবার নতুন পথে হাঁটতে বাধ্য করেছে।
আলোচনার সবচেয়ে বড় ঘোষণা আসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আমির জানান, ‘লাহোর ১৯৪৭’, ‘হ্যাপি প্যাটেল’সহ হাতে থাকা প্রযোজনার কাজ শেষ হলেই প্রযোজনা থেকে সরে গিয়ে পুরোপুরি অভিনয়ে মনোযোগ দেবেন তিনি। এখন কয়েকটি নতুন চিত্রনাট্য পড়ছেন, যেগুলোর মধ্যে দু–তিনটি তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। পরিচালনা করার ইচ্ছা থাকলেও সেটি আপাতত পিছিয়ে দিচ্ছেন—কারণ, পরিচালনায় নামলে হয়তো অভিনয় ছেড়েই দিতে হবে বলে মনে করেন তিনি।

Please share your comment: