বসুন্ধরায় আতিফ আসলামের কনসার্ট হচ্ছে না

বিনোদন ডেস্ক Published: 21 নভেম্বর 2025 16:11 পিএম

ফাইল ছবি

ডিসেম্বরে বসুন্ধরায় আয়োজিত পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’–শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে না। কনসার্টের আয়োজক দাবি করা কর্তৃপক্ষরা জানিয়েছেন, এমন কোনো আয়োজন সম্পর্কে তারা কিছুই জানেন না।

একই কথা জানিয়েছে বসুন্ধরা গ্রুপও। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানায়, আতিফ আসলামের কোনো কনসার্ট বসুন্ধরা মাঠ, আইসিসিবি বা তাদের অন্য কোনো ভেন্যুতেই হচ্ছে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়েছে।

‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটি ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে, বা ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা যায়, আসন্ন নির্বাচনের আগে ঢাকায় শুধুমাত্র একটি কনসার্ট আয়োজনের অনুমতি দিয়েছে সরকার—জুলাই ফাউন্ডেশন আয়োজিত চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’। এ কনসার্টেই অংশ নেবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

গণঅভ্যুত্থানের চেতনায় জুলাইয়ের শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং জুলাই চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যেই ‘স্পিরিট অব জুলাই’ আয়োজিত এই চ্যারিটি কনসার্টের সমস্ত আয় প্রদান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ।

উল্লেখ্য, গত বছর ‘জুলাই সংহতির’ স্বার্থে প্রথম ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে রাহাত ফাতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীরা অংশ নেন। কনসার্টের পুরো আয়—১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা—জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

Please share your comment:

Related