আবারও ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক Published: 20 নভেম্বর 2025 16:11 পিএম

ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে রাজধানী ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এ তথ্য নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “ঢাকা, ডিসেম্বর ১৩, ২০২৫।”

প্রিয় গায়কের এই খবরে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন।

ঢাকায় আতিফ আসলামকে আনা হচ্ছে মেইন স্টেজের উদ্যোগে। তারা জানায়, “আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো” শিরোনামে রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। গেট দর্শকদের জন্য খুলবে দুপুর ১টায়, কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অগ্রিম টিকিট বিক্রি শিগগিরই শুরু হবে। টিকিট দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে—জেনারেল ও ফ্রন্ট ভিআইপি।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টে তিনি দর্শকদের মন মাতিয়েছিলেন গানগুলো দিয়ে, যেমন: ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’।

Please share your comment:

Related