ঢাবির বিজয় একাত্তর হলে আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, “সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

Please share your comment: