৩২ ঘণ্টার অভিযানের পরও প্রাণে বাঁচানো গেল না শিশু সাজিদকে
রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করতে পারেননি উদ্ধারকর্মীরা। দীর্ঘ টানা উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
বুধবার দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে খড়ঢাকা জমির ওপর হাঁটার সময় অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। সন্তানকে হারিয়ে অসহায় মা চিৎকার করতে থাকেন। দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার চেষ্টা শুরু করলেও গভীর গর্ত হওয়ায় কাজটি কঠিন হয়ে পড়ে।
ঘটনাস্থলে হাজারো মানুষ জড়ো হন। ফায়ার সার্ভিস বিশেষ টিম গর্তে অক্সিজেন সরবরাহ, পাশ থেকে কাটিংসহ নানা কৌশলে উদ্ধার অভিযান চালায়। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত খননের প্রস্তুতিও নেয় তারা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গর্তের ভেতর থেকে শিশুর শব্দ বন্ধ হয়ে যায়—উদ্বেগও বাড়তে থাকে উদ্ধার সদস্যদের।
গত বছর গর্তটি খনন করে পানি না পাওয়ায় মালিক তা মুখ খোলা অবস্থায় ফেলে রাখেন বলে অভিযোগ স্থানীয়দের। কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Please share your comment: