বরিশালে হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার ফুয়াদ

News Desk Published: 08 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

বরিশালে হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, একটি উন্নয়নমূলক কাজের সহযোগিতা চাওয়াকে কেন্দ্র করেই তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এ ঘটনায় জড়িতদের সবাইকে তারা চেনেন এবং দলীয় শৃঙ্খলার আওতায় আনার দাবি জানান তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, ঘটনার সময় প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকলেও কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সময় বাবুগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরব ভূমিকাকে দায়িত্বে অবহেলা উল্লেখ করে তাদের বরখাস্তের দাবি জানান ফুয়াদ।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দলে অপরাধীদের রেখে শহীদ জিয়া কিংবা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়া সম্ভব নয়। বহিষ্কৃতদের পদ ফিরিয়ে দেওয়াকে নির্বাচনের আগে অশনিসংকেত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি ৩১ দফার সংস্কারের ভাষা নয়।

বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ছয় লেন সড়ক ও মীরগঞ্জ সেতু দীর্ঘদিনের দাবি ছিল। সরকারের নিজস্ব অর্থায়নে মীরগঞ্জ সেতু নির্মাণের উদ্যোগকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তবে সেতু নির্মাণে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের বিষয়ে অভিযোগ তুলে ধরেন তিনি।

ফুয়াদ অভিযোগ করেন, গত দুই মাস ধরে তিনি ও তাঁর কর্মীরা বাধা ও হামলার শিকার হচ্ছেন, থানায় মামলা নিতে চাওয়া হলেও প্রশাসন সহযোগিতা করছে না। প্রশাসনের দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ দেশের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির নেতারা উপস্থিত ছিলেন। পরে বরিশাল প্রেস ক্লাবেও সাংবাদিকদের সঙ্গে একই বিষয়ে মতবিনিময় করেন ব্যারিস্টার ফুয়াদ।

Please share your comment:

Related