ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

National Desk Published: 26 নভেম্বর 2025 16:11 পিএম

ছবি : সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ ভয়াবহভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা, যার মধ্যে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা খেলাপি—অর্থাৎ মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের একই সময়ে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। তিন মাস আগের জুন শেষে খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা বা ৩৪ দশমিক ৪০ শতাংশ। তারও আগে মার্চে খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিয়ম-কানুন কঠোর করা, নজরদারি বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে লুকানো খেলাপি ঋণ উন্মোচিত হওয়ায় সাম্প্রতিক সময়ে অংকটা দ্রুত বেড়েছে। তাদের মতে, বাস্তব চিত্র সামনে আসায় খেলাপির পরিমাণ বেড়ে গেলেও খাতটি সুশাসনের দিকে এগোবে বলে আশা করা হচ্ছে।

Please share your comment:

Related